রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

গড়াই নদী থেকে ঢাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার 

বরগুনা প্রতিনিধি 

গড়াই নদী থেকে ঢাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার 

কুষ্টিয়ার গড়াই নদীতে গোসলে নেমে নিখোঁজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী তানভীরের (২৩) মরদেহ ৪৪ ঘণ্টা পর ভেসে উঠেছে। তিনি ঢাবির ফার্মেসি বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র। নিহত তানভীর বরগুনা জেলার সদর থানার নলী চরকগাছিয়া গ্রামের মো. আব্দুল মালেকের ছেলে। 

বুধবার (১৪ জুন) কুমারখালী থানার ওসি মোহসীন হোসাইন তানভীরের মরদেহ পাওয়ার তথ্য জানিয়েছেন। এর আগে একই দিন বেলা সাড়ে ১১টায় যেখানে ডুবেছিল তার কিছুটা দূরে মৃতদেহ ভেসে ওঠে।

জানা গেছে, গত সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের ১৩ জন শিক্ষার্থী মাইক্রোবাসযোগে মেহেরপুর ও কুষ্টিয়ার বিভিন্ন পর্যটন এলাকায় ভ্রমণে যান। 

তারা প্রথমে মেহেরপুরের মুজিবনগর ভ্রমণ করেন। সেখান থেকে কুষ্টিয়ায় ফকির লালন শাহের আখড়াবাড়িতে আসেন। পরে তাদের মধ্যে তিনজন গড়াই রেলসেতুর নিচে গোসল করতে নামেন। এ সময় দুই বন্ধু তীরে উঠতে পারলেও তানভীর তলিয়ে যান।

এদিকে গত সোমবার রাত ১০টা পর্যন্ত কুষ্টিয়া ফায়ার সার্ভিস ও খুলনা নৌবাহিনীর ডুবুরিরা উদ্ধার অভিযান চালালেও নদীতে ডুবে যাওয়া শিক্ষার্থী তানভীরকে উদ্ধার করা সম্ভব হয়নি। গত মঙ্গলবার সকাল থেকে খুলনা ডুবুরি দলের পাঁচ সদস্য উদ্ধার অভিযানে যোগ দিয়েছিল।

পরে প্রায় ৪৩ ঘণ্টা পরে বুধবার (১৪ জুন) সেতু এলাকায় মরদেহটি ভেসে উঠলে ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহটি উদ্ধার করে। 

কুমারখালী থানার ওসি মো. মোহসীন হোসাইন বলেন, নিখোঁজ ছাত্রের ভাসমান মরদেহটি উদ্ধার করা হয়েছে। বুধবার (১৪ জুন) মরদেহ উদ্ধারের সংবাদটি ছড়িয়ে পড়লে গোটা বরগুনায় শোকের ছায়া নেমে আসে।

টিএইচ